দেশজুড়ে

সাতক্ষীরায় ৪ ভারতীয় জেলে আটক

অবৈধভাবে সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় ৪ জেলেসহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছে বন বিভাগের সদস্যরা।

Advertisement

শনিবার ২১ (আগস্ট) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২ নম্বর স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় জেলেরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজসম্পদ আহরণ করে যাচ্ছে। তিনি জানান, রোববার সকাল ১০টার সময় বন মামলা (পিওআর নং ০২/ পুস্প অব ২০-২২) দিয়ে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এমএসএম/এমএস