সাদা-মাটা একটি দল নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলে নিয়ে এলেন মাশরাফি বিন মর্তুজা। খোদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকপক্ষই টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বাস করতে পারেননি, তাদের দল এতদূর পর্যন্ত আসতে পারবে। কিন্তু মাশরাফির তুখোড় নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দলে পরিণত হয়েছে কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের শক্তিশালী রংপুর রাইডার্সকে পরাজিত করে সবার আগে ঠাঁই করে নিয়েছে ফাইনালে।দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের যারপরনাই খুশি ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল। বিসিবি এবং আইসিসির সাবেক প্রেসিডেন্ট, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামাল তো খুশিতে মাশরাফিদের জন্য বোনাস ঘোষণা করে দিয়েছেন। এমনকি চ্যাম্পিয়ন হলে দলের ক্রিকেটারদের বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে একটি পোস্টে নাফিসা কামাল লিখেছেন, ‘আমি আশাবাদী, আমার দল চ্যাম্পিয়ন হবে। ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে অপূর্ণতা থেকে যাবে। দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।’পরের পোস্টেই তিনি বোনাসের ঘোষণা দেন। একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন যে, দলের সকল খেলোয়াড়ের পারিশ্রমিক শতভাগ পরিশোধ করে দিয়েছেন তারা। নাফিসা কামাল লিখেছেন, ‘আমরা ইতিমধ্যেই খেলোয়াড়দের শতভাগ পারিশ্রমিক দিয়ে ফেলেছি। যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে বোনাস তো দেয়া হবেই, সেই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিদেশ সফরেও নিয়ে যাওয়া হবে।’অধিনায়ক মাশরাফিও ফ্রাঞ্চাইজি মালিকপক্ষের সহযোগিতার দারুণ প্রশংসা করেছিলেন। এমনকি ইনজুরিতে পড়া কামরুল ইসলাম রাব্বিকে টুর্নামেন্টের মাঝেই ৫০ ভাগ পেমেন্ট দিয়ে দেয়ার কারণে মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বলেছিলেন, ‘মালিকপক্ষের কাছ থেকে এতোটা আশা করিনি। তারা দারুণ সহযোগিতা করছেন।’ এবার তো জানা গেলো, পুরো পেমেন্টই দিয়ে ফেলেছে কুমিল্লার ফ্রাঞ্চাইজি।আইএইচএস/বিএ
Advertisement