মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
২২ আগস্ট ২০২১, রোববার। ০৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৬৪২- ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়।১৬৯৮- সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর।১৮৬৪- আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।১৮৬৪- যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে জেনেভা চুক্তি স্বাক্ষর।১৯৩২- বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম শুরু।১৯৪২- ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
জন্ম১৮৬২- খ্যাতনামা ফরাসি সংগীতজ্ঞ অশিল ক্লাউড ডেবুচি জন্মগ্রহণ করেন।১৮৭৭- সিংহলি শিল্পী এ কে কুমারস্বামী জন্মগ্রহন করেন।১৯০৪- চীনের নেতা দেং জিয়াও পিং জন্মগ্রহণ করেন।১৯১৫- নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম।১৯৫৫- ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ চিরঞ্জীবির জন্ম।১৯৫৮- মুকুল চৌধুরী, কবি ও গীতিকার।১৯৭১- রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।১৯৯১- ফেদেরিকো মাচেডা, ইতালিয়ান ফুটবলার।
Advertisement
মৃত্যু১৮১৮- ব্রিটিশ গভর্নর জেনারেল অব ইন্ডিয়া ওয়ারেন হেস্টিংস মৃত্যুবরণ করেন।১৮২৮- জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ ফ্রানৎস ইয়োসেফ গলের মৃত্যু।১৯৫৮- নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক রঝা মাতাঁ দুগার মৃত্যু।১৯৭৮- কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তার মৃত্যু।২০০০- কবি অরুণ মিত্রের মৃত্যু।২০১৩- ইতালিয়ান ফুটবল খেলোয়াড় আন্ড্রেয়া শেরভির মৃত্যু।২০১৫- অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর্থার মরিসের মৃত্যু।
এসইউ/এএ/এমএস