করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে।
Advertisement
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়।
Advertisement
একই সময়ে করোনায় মৃত ১২০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম ২৭ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১৫ জন, বরিশাল তিনজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩ দশমিক ১ শতাংশ।
Advertisement
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/জেডএইচ/জিকেএস