করোনা পরিস্থিতিতে সাড়ে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর ১৯ আগস্ট থেকে সারাদেশে খুলে দেয়া হয়েছে পর্যটনকেন্দ্র। এ খবরে পটুয়াখালীর কুয়াকাটায় আনাগোনা বেড়েছে ভ্রমণপিপাসুদের। এর মধ্য দিয়ে স্বরূপে ফিরতে শুরু করেছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা।
Advertisement
প্রথমদিন সকালে বৈরী আবহাওয়ায় সমুদ্র সৈকতে পর্যটকদের দেখা না মিললেও বিকেল থেকেই বাড়তে থাকে ভিড়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২০ আগস্ট) সকাল থেকে সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, ব্লক পয়েন্ট, গঙ্গামতি পয়েন্টে পর্যটকদের সরগরম দেখা যায়। শনিবার (২১) সকালেও একই দৃশ্যের দেখা মেলে। তবে শতভাগ স্বাস্থ্যবিধির কথা বলা হলেও বেশিরভাগ পর্যটককে তা মানতে দেখা যায়নি। মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতে দেখা গেছে অনেককে।
বরিশাল থেকে ঘুরতে আসা রিফাত বলেন, বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে কুয়াকাটায় আসি। প্রথমদিন একটু আবহাওয়া খারাপ থাকলেও এখন বেশ ভালো। সৈকতে আমরা খুব আনন্দ-উল্লাস করছি। ভালো লাগছে।
খুলনা থেকে আসা জাহাঙ্গীর বলেন, পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় আসলাম। সবাই এতদিন ঘরবন্দি ছিল, আজ বেশ রিফ্রেশ লাগছে।
Advertisement
কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রেজা বলেন, বিগত দিনের মতো পর্যটকদের উপচেপড়া ভিড় নেই। তবে ধীরে ধীরে সংখ্যা বেড়েছে। আমাদের গাইডরা স্বাস্থ্যবিধি মেনে ট্যুর পরিচালনা করছে।
এদিকে, নিষেধাজ্ঞা তুলে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় সন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ীরা। তবে পরবর্তী লকডাউন আসছে কি-না তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
সৈকতে আচার দোকানি মোহিবুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবসাপ্রতিষ্ঠান খুলছি। আমাদের দাবি আর যেন পর্যটনকেন্দ্র বন্ধ না করা হয়।
হোটেল সাগরকন্যার ব্যবস্থাপক ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা সরকারি নির্দেশ মোতাবেক ৫০ শতাংশ রুম রেডি রেখেছি। এরই মধ্যে প্রায় ৭০ ভাগ বুকিং হয়েছে। এভাবে থাকলে আমরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো বলে আশা করছি।
Advertisement
কুয়াকাটা হোটেল-মোটেল ওয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব শরীফ জাগো নিউজকে বলেন, আমাদের সব হোটেলকে শতভাগ সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি রক্ষা করতে বলা হয়েছে। আশানুরূপ বুকিংও পাচ্ছে হোটেলগুলো।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের পরিদর্শক বদরুল কবীর জাগো নিউজকে বলেন, পর্যটকদের সব সেবা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা প্রস্তুত। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের সদস্যদের কয়েকটি টিম পর্যটন এলাকায় টহলে রয়েছে। সৈকতে পুলিশ বক্স থেকে সবসময় মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হচ্ছে।
এসজে/এমকেএইচ