খেলাধুলা

রনি না সাব্বির, ফাইনালের নায়ক কে?

এবারের বিপিএলের সবচেয়ে বড় প্রাপ্তি কী? এ প্রশ্ন শুনে যে কেউ চোখ বন্ধ করে বলে দেবে আবু হায়দার রনির নাম। নেত্রকোনায় জন্ম নেয়া এই ক্রিকেটারেই চোখ লেগে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। বয়স মাত্র ২০ ছুঁই ছুঁই। অথচ এখনই ‘বড় রেসের ঘোড়া’ খ্যাতি পেয়ে গেছেন এই বাঁ-হাতি পেসার। নিখুঁত লাইন লেন্থের পাশাপাশি দুর্দান্ত গতি। একজন ‘পারফেক্ট’ বোলারের যে সব গুণ থাকা দরকার তার মধ্যে সবই রয়েছে। মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে সাকিব আল হাসান- সবাই একবাক্যে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন- আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আবু হায়দার রনি। বিপিএল থ্রি’র বড় বিজ্ঞাপন।আবু হায়দার রনিকে দিয়ে আরেকজন মুস্তাফিজকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট। পুরো বিপিএলেই অসাধারণ খেলেছেন রনি। ২১ উইকেট নিয়ে এককভাবে রয়েছেন শীর্ষে। প্রতিটি ম্যাচে যেভাবে ম্যাচ জয়ে ভূমিকা রাখেন, তাতে ফাইনালেই যে তিনি মাশরাফির তুনে সবচেয়ে ‘চোখা তীর’ তা আর বলার অপেক্ষা রাখে না। আবু হায়দার রনি যখন পুরো টুর্নামেন্টেই অসাধারণ, তখন পুরো টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার প্রতিমুর্তি হয়ে থাকা সাব্বির রহমান কিভাবে ফাইনালে তার সঙ্গে তুল্য হতে পারেন?রনির তুলনায় অনেক অভিজ্ঞ সাব্বির। বেশ পরীক্ষিত। পোড় খাওয়া ক্রিকেটার। এ কারণেই টুর্নামেন্টজুড়ে ব্যর্থ হলেও, সময়মতই জ্বলে উঠেছে তার ব্যাট। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ইলিমিনেটর রাউন্ডে খেলেছেন ৪১ রানের অসাধারণ এক ইনিংস। যার ওপর ভর করে এলো বরিশালের জয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে তো সাব্বির একাই গেইলের হঠাৎ না খেলার দুঃখ ভুলিয়ে দিলেন। যেন সাব্বিরে ভর করে মাঠে নেমে এসেছিলেন গেইল। ৪৯ বলে তার ৭৯ রানের ইনিংস বিদায় করে দিয়েছে সাকিব আল হাসানদের। এমন দুই পারফরমারের মুখোমুখি লড়াইটা বেশ জমে উঠবে তাতে কোন সন্দেহ নেই। দলের জয়ে দু’জনই ভূমিকা রাখার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত কে সফল হবেন। আবু হায়দার রনি নাকি সাব্বির রহমান? পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত সফল হওয়া রনি কি পারবেন ফাইনালে তার বাম হাতের ভেলকি দেখাতে! নাকি জ্বলে উঠবে সাব্বিরের ব্যাট! আপাতত দেখার আমন্ত্রন। মঙ্গলবার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে ভাঙছে এবারের বিপিএলের মিলনমেলা। ফাইনালে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর বরিশাল বুলস। শেষ হাসি কারা হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে শেষবল পর্যন্ত। কিন্তু তার আগে নানা হিসেব-নিকেশে আলোচিত হচ্ছে, কে হবেন ফাইনালের নায়ক? কে হবেন ইমরান নাজির, মোশারফ হোসেন রুবেলের উত্তরসুরি? চলতি আসরের বিস্ময় আবু হায়দার রনি নাকি হঠাৎ হারানো ছন্দ ফিরে পাওয়া সাব্বির রহমান নাকি অন্য কেউ?বিপিএলের আগে তো কোন আলোচনাতেই ছিলেন না রনি। এমনকি দলই পেতে নাকি কষ্ট হয়েছে তার। তবে টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী হিসাবে তার দিকে একটু নজর দিয়েছিলেন কেউ কেউ। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করায় প্লেয়ার্স বাই চয়েজে প্রথমেই সাব্বিরকে কিনে নিয়েছিল বরিশাল। দারুণ প্রত্যাশাও ছিল এই ব্যাটসম্যানের উপর। তবে শুরুতে হতাশ করলেও দ্বিতীয় ইলিমিনেটর এবং কোয়ালিফায়ারে বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়ে, বরিশালকে উসুল করে দিয়েছেন ষোলআনা।পারফরম্যান্সের বিচারে দারুণ ধারাবাহিক রনি। এখন পর্যন্ত ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার এই তরুণ। আর বিপিএলের গ্রুপ পর্বে নিষ্প্রভ সাব্বির রহমান। তবে নকআউট পর্বে এসেই দারুণভাবে জ্বলে উঠলেন তিনি। শুধু জ্বলে উঠেছেন বললে যেন ভুলই বলা হবে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স এবং ঢাকা ডাইনামাইটসকে একাই বিদায় করে দিয়েছেন এই চব্বিশ বছর বয়সী তারকা। পুরো টুর্নামেন্টে ১২ ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ১৮০ করা সাব্বির শেষ দুই ম্যাচেই করেছেন ১২০ রান। তাই স্বাভাবিকভাবেই ফাইনালের মঞ্চে তুমুল জমে উঠবে এই দুই ক্রিকেটারের দ্বৈরথ।সাব্বির-রনি ছাড়াও ফাইনালের মঞ্চের নায়ক হতে পারেন বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১২ ম্যাচের ১১ ইনিংস ব্যাট করে এখনও পর্যন্ত ২৩১ রান করে টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন তিনি। এছাড়া বল হাতে বিধ্বংসী হতে পারেন আল-আমিন হোসেন। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন এই পেসার। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা পাঁচ বোলারদের মধ্যে রয়েছেন তিনিও। জ্বলে উঠতে পারেন কুমিল্লার ইমরুল কায়েস কিংবা লিটন দাসের মত তারকারা। বিদেশি তারকারাও রয়েছেন এই দৃশ্যপটে। আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, রায়াদ এমরিত কিংবা কেভন কুপার যে কেউ হতে পারেন নীরব ঘাতক। আর টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক পারফরমার ঢাকা লিগের পরীক্ষিত সৈনিক আসহার জাইদি হয়ে উঠতে পারেন ফাইনাল জয়ের নায়ক।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement