আমাদের নিত্যপ্রয়োজনীয় কম্পিউটারসহ প্রতিটি কমিউনিকেশন ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রতিটি মানুষের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। ব্যাংকের তথ্য থেকে শুরু করে যাবতীয় লেনদেন এখন অনলাইনে করা হয়।
Advertisement
কিন্তু এই পরিস্থিতিতে হ্যাকাররা ওয়াইফাইয়ের মাধ্যমে ম্যালওয়্যার ঢুকিয়ে যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে। এই পরিস্থিতিতে কীভাবে নিজের ডিভাইস সুরক্ষিত রাখা সম্ভব তা জানা ভীষণ জরুরি।
অনেকসময় আমরা যে ল্যাপটপ ব্যবহার করি তা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে হয়। এমনকী রাস্তা-ঘাটে ফ্রি ওয়াইফাই পেলেই চলে নেট সার্ফিং। অন্যদিকে গুরুত্বপূর্ণ কাজও সেরে নেয়া হয়, কিন্তু সেখানেই রয়েছে বিপদ। ওই ফ্রি ওয়াইফাই মাধ্যমে সব তথ্য চলে যেতে পারে হ্যাকারদের মুঠোয়।
ল্যাপটপে প্রায় সবসময় অন করা থাকে অটোমেটিক কানেক্ট। এতে সমস্যা হয় কোনো ফ্রি ওয়াইফাই জোনো ঢুকলেই বা ওপেন ওয়াইফাই জোনে ঢুকলেই সঙ্গে সঙ্গে ল্যাপটপের সঙ্গে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। যা বিপদের কারণ হয়ে যায়। তা আটকাতে একটাই রাস্তা অটোকানেক্ট বন্ধ রাখতে হবে।
Advertisement
যেভাবে বন্ধ করতে হবে অটোকানেক্ট-
যদি কেউ উইন্ডোস-১০ ব্যবহার করেন তাহলে যেভাবে বন্ধ করবেন-
প্রথমে টাস্ক বারে থাকা ওয়াইফাই আইকনে ক্লিক করতে হবে। পরে নেটওয়ার্ক নাম সিলেক্ট করতে হবে। কানেক্ট অটোমেটিক্যালি অপশন আনটিক করে দিতে হবে।
এবার জেনে নিন দ্বিতীয় পদ্ধতি-
Advertisement
স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে। তারপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করতে হবে এবং তারপরেই খুলে যাবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার।
সেখানে চেঞ্জ অ্যাডপ্টার সেটিং অপশন দেখা যাবে। সেখানে যে যে নেটওয়ার্কের সঙ্গে পেয়ার করা আছে সেগুলো খুলে যাবে। এরপর প্রতিটি অপ্রয়োজনীয় নেটওয়ার্কে আনটিক করতে হবে।
সেটিংস থেকেও চেঞ্জ করা যাবে অটোকানেক্ট অপশন-
প্রথমে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে এবং তারপর খুলে যাবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট।
সেখানে থাকবে ওয়াইফাই অপশন। সেখানে যে নেটওয়ার্ক সেই সময় ব্যবহার করা হচ্ছে তা দেখা যাবে। তার সঙ্গে ‘কানেক্ট অটোমেটিক্যালি হোয়ান ইন রেঞ্জ’ অপশনটি দেখা যাবে। এই অপশনটি আনটিক করে দিতে হবে।
এমএমএফ/এমকেএইচ