জাতীয়

তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ভূমি অফিসের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্টে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানহা (২৬) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনটা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আল আমিন জানান, তেজগাঁও সাতরাস্তা ভূমি অফিসের একটি ১৫ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে রঙের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে তিনি তেজগাঁও সাতরাস্তা এলাকায় থাকতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএসএম/জিকেএস