সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কমছে না। একদিন মৃত্যুর সংখ্যা কমলে পরদিন আবার বেড়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনার দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এ বিভাগে সুস্থ হয়েছেন আরও ৩৪২ জন। এর মধ্যে ৩৩৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি পাঁচজন মৌলভীবাজারের বাসিন্দা।
নতুন শনাক্তদের মধ্যে ১০৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৭ জন। এদিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
এ নিয়ে সিলেট বিভাগে ৫১ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ২৫৫ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৯০০ জন, হবিগঞ্জে ছয় হাজার ১৩১ জন, মৌলভীবাজারে সাত হাজার ৪৪৪ জন ও সিলেট এমএজি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ৩১১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আট জনই সিলেট জেলার, এছাড়া একজন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন করোনায় মারা গেছেন।
এনিয়ে বিভাগে করোনায় ৯৭২ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটে ৭০৮ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৯৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৫০৮ জন, সুনামগঞ্জে চার হাজার ৪১৩ জন, হবিগঞ্জে তিন হাজার ৯২ জন, মৌলভীবাজারে পাঁচ হাজার ৫৫১ জন ও ওসমানী হাসপাতালে ৪৩১ জন।
Advertisement
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম