খুলনা বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের।
Advertisement
শনিবার (২১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২০ আগস্ট) বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় চারজন, যশোরে দুইজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
বিভাগে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার ২৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫২৩ জন।
Advertisement
আলমগীর হান্নান/আরএইচ/এএসএম