বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা যান।
Advertisement
করোনায় মৃতরা হলেন- আদমদীঘির আফজাল হোসেন (৫৫), সদরের আইসউদ্দীন (৬০), আব্দুর রাজ্জাক (৬৫) ও প্রফুল্ল সরকার (৯০)। বাকি একজন অন্য জেলার বাসিন্দা। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৪০ জন, সারিয়াকান্দির তিনজন, নন্দীগ্রামের দুইজন, শিবগঞ্জের দুইজন, আদমদীঘি, সোনাতলা ও কাহালুর একজন করে আক্রান্ত হয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫৬০ জন। মৃত্যু ৬৪৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৪৪০ জন।
Advertisement
আরএইচ/এমএস