দেশজুড়ে

সিলেটে প্রতীক নিয়ে প্রচারণায় মেয়র প্রার্থীরা

সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তিন পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে স্ব-স্ব নির্বাচন কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিয়েছেন।এদিকে, প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন মেয়রপ্রার্থীরা। শোডাউন করেছেন নিজ নিজ এলাকায়। প্রতীক পাওয়ার মাধ্যমে শুরু হলো আসল নির্বাচনী ডামা-ঢোল। প্রতীক পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টার-লিফলেট লাগানো ও বিলি শুরু করেছেন প্রার্থীরা।স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের লুৎফুর রহমান নৌকা, বিএনপির মো. আব্দুর রহিম ধানের শীষ, জাতীয় পার্টির বাবুল আহমদ লাঙ্গল, জাসদের তাজউদ্দিন মশাল, খেলাফত মজলিসের হাফিজ মো. ইসলাম উদ্দিন রিকশা প্রতীক পেয়েছেন।এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন নারকেল গাছ, মোহাম্মদ ওলিউল­াহ মোবাইল ফোন ও মো. সোহেল আমীন জগ প্রতীক পেয়েছেন।জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান নৌকা, বিএনপির বদরুল হক বাদল ধানের শীষ, জাপার আব্দুল মালেক ফারুক লাঙ্গল, খেলাফত মজলিসের জাফরুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ জগ ও হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীক পেয়েছেন।গোলাপগঞ্জে আওয়ামী লীগের জাকারিয়া আহমদ পাপলু নৌকা (বর্তমান মেয়র), বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ, জাপার মো. সুহেদ আহমদ লাঙ্গল, খেলাফত মজলিসের আমিনুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন।স্বতন্ত্রদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী মোবাইল ফোন, আমিনুর ইসলাম রাবেল জগ এবং আমিনুর রহমান লিপন পেয়েছেন নারকেল গাছ।সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, জেলার তিন পৌরসভায় মেয়র প্রার্থীদের মধ্যে সু-শৃঙ্খলভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন পুরোদমে।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement