জাতীয়

করোনায় ২৫ হাজার মৃত্যু: কোন বয়সের কতজন?

দেশে ২০২০ সালের ১৮ মার্চ করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।

Advertisement

করোনায় মারা যাওয়া ২৫ হাজার ২৩ জনের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৯৬ জন (৬৫ দশমিক ৫২ শতাংশ ) ও নারী আট হাজার ৬২৭ জন (৩৪ দশমিক ৪৮ শতাংশ)।

করোনায় মৃত ২৫ হাজার ২৩ জনের বয়স বিশ্লেষণ করে দেখা যায়, এক থেকে ১০ বছর বয়সী ৭০ জন (শূন্য দশমিক ২৮ শতাংশ), দশোর্ধ্ব ১৫৪ জন (শূন্য দশমিক ৬২ শতাংশ), বিশোর্ধ্ব ৫৭৪ জন (দুই দশমিক ২৯ শতাংশ), ত্রিশোর্ধ্ব এক হাজার ৫০১ জন(ছয় শতাংশ), চল্লিশোর্ধ্ব দুই হাজার ৯৬১ জন (১১ দশমিক ৮৩ শতাংশ), পঞ্চাশোর্ধ্ব পাঁচ হাজার ৮৯৪ জন (২৩ দশমিক ৫৫ শতাংশ), ষাটোর্ধ্ব সাত হাজার ৭৯৭ জন (৩১ দশমিক ১৬ শতাংশ), সত্তোরোর্ধ্ব চার হাজার ৩৬১ জন (১৭ দশমিক ৪৩ শতাংশ, আশির্ধ্ব এক হাজার ৩৯১ জন (পাঁচ দশমিক ৫৬ শতাংশ), নব্বই বছরের বেশি বয়সী ২৮৮ জন (১ দশমিক ১৫ শতাংশ) ও ১০০ বছরের বেশি বয়সী ৩১ জন (শূন্য দশমিক ১২ শতাংশ) মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৬৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ছয়জনের মৃত্যু হয়েছে।

Advertisement

করোনায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব পাঁচজন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ৫২ জন, সত্তোরোর্ধ্ব ২৮ জন, আশির্ধ্ব ১১ জন ও নব্বই বছরের বেশি বয়সী ছয়জন মারা গেছেন।

এমইউ/এআরএ/জেআইএম