জাতীয়

ডেঙ্গুতে মারা গেলেন তরুণ আইনজীবী মিমি

করোনার পরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বারের আইনজীবী মিমি আফরোজ খান। মাত্র ৩০ বছর বয়সে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর লালমাটিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (২০ আগস্ট) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মিমির সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

তিনি বলেন, মিমি আফরোজ খান করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ১৭ দিন ধরে মিমি লালমাটিয়ার সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা গেছেন। মিমি গত পাঁচ বছর ধরে আমার চেম্বারে জুনিয়র হিসেবে কাজ করছিলেন। জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত ছিলেন। হাইকোর্টে পারমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দেড় বছর আগে একজন আইটি বিশেষজ্ঞের সঙ্গে মিমির বিয়ে হয়।

আবেগ আপ্লুত হয়ে তিনি আরও বলেন, আমি খুবই মর্মাহত। চিন্তাও করতে পারছি না যে মিমি মারা গেছে। মিমি অত্যন্ত মেধাবী ছিলেন। তার শখ আর স্বপ্ন ছিল বড় আইনজীবী হওয়ার। দেশের মানুষের সেবা করার। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। মিমির গ্রামের বাড়ি ঝালকাঠি সদরে। তার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঝালকাঠিতে মিমির মরদেহ দাফন করা হবে।

Advertisement

এফএইচ/এমএসএম/জিকেএস