দেশজুড়ে

সিলেট বিভাগে করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে

সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩২১ জন।

Advertisement

নিহতদের মধ্যে সিলেট জেলার ছয় ও সুনামগঞ্জের একজন রয়েছেন। এর আগের দিনও বিভাগে ২২ জনের মৃত্যু হয়।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সাতজনসহ বিভাগে করোনায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৫২। তার মধ্যে ৫৫৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ছামির মাহমুদ/এএইচ/জেআইএম