আন্তর্জাতিক

সিডনিতে লকডাউন বাড়লো আরও এক মাস

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। চলতি বছরের গত জুন মাস থেকে শহরটির ৫০ লাখ মানুষকে বাড়িতে থাকার বিধিনিষেধ জারি করা হয়। আগামী ২৮ আগস্ট পর্যন্ত জারি ছিল এ বিধিনিষেধ।

Advertisement

করোনা সংক্রমণ গত সপ্তাহে আরও দ্বিগুণ বেড়ে যায় সিডনিতে। বৃহস্পতিবার সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮১ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয় আরও ৬৪২ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৬৫ জন। আগামী সোমবার থেকে ২০ লাখ বাসিন্দাকে কারফিউ মেনে চলতে হবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান এক ঘোষণায় কঠিন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে এমনটা করা এখন জরুরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

করোনার কারণে বর্তমানে অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

সূত্র: বিবিসি

Advertisement

এসএনআর/এমএস