সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে গত ৩ দিন করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
Advertisement
করোনা পরীক্ষা করাতে আসা আয়শা বেগম, হোসনে আরা বেগম, জোসনা খাতুনসহ আরও কয়েকজন বলেন, ল্যাব বন্ধ থাকায় নমুনা দিতে এসে তারা দুর্ভোগে পড়েছেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ল্যাবে ৩ দিন আগে ভাইরাস ছড়িয়ে পড়েছে। তখন থেকেই নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বন্ধ। ভাইরাসমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বুধবার নির্ধারিত ৭২ ঘণ্টা মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হবে ল্যাবটি ভাইরাসমুক্ত হয়েছে কি না। আশা করছি শনিবার থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা সম্ভব হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গত প্রায় ২ বছর ধরে একটি কেবিনেট এবং মেশিন দিয়ে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হচ্ছে। এখানে নমুনা পরীক্ষার চাপ ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এজন্য অতিরিক্ত আরও ১টি কেবিনেট এবং ১টি মেশিনের প্রয়োজন। তাহলে একটিতে ভাইরাস ছড়ালে অন্যটি দিয়ে পরীক্ষা অব্যাহত রাখা সম্ভব হবে। করোনা পরীক্ষার জন্য আসা মানুষের দুর্ভোগ হবে না।’
ইউসুফ দেওয়ান রাজু/এমএইচআর/এমএস
Advertisement