জাতীয়

টিকাগ্রহীতা সোয়া দুই কোটি, নিবন্ধনকারী তিন কোটি ৩৯ লাখ

সারাদেশে সরকারিভাবে এ পর্যন্ত দুই কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ জনকে করোনা প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোট টিকাগ্রহণকারী দুই কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ জনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এক কোটি নয় লাখ ৬২ হাজার ১১৩ জন। আর সিনোফার্মের টিকা নিয়েছেন ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ জন। এছাড়া মডার্নার টিকাগ্রহণকারীর সংখ্যা ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ জন এবং ফাইজারের ৯৩ হাজার ১৩৮ জন।

এদিকে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) পর্যন্ত দেশে টিকা নিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেছেন তিন কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন।

Advertisement

এমইউ/এএএইচ/এমএস