আইন-আদালত

নবীগঞ্জে পাহাড় কাটার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা জারি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অবাধে পাহাড় ও টিলা কাটার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।আদালতের এ আদেশ পালন করে দুই সপ্তাহের মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদফতরের সিলেটের বিভাগীয় পরিচালক, হবিগঞ্জের উপ পরিচালক, হবিগঞ্জের পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।গত ২২ আগস্ট দৈনিক কালের কণ্ঠে ‘হবিগঞ্জ-পাহাড় কাটা থামছে না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ১৩ ডিসেম্বর এ রিটটি দায়ের করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।এফএইচ/এসকেডি/আরআইপি

Advertisement