গত কয়েকদিন ধরে হু হু করে বাড়ছে রাজবাড়ীর অংশে পদ্মার পানি। ফলে জেলার পাংশা উপজেলার সেনগ্রাম, সদরের মহেন্দ্রপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টের সবগুলোতেই পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় সেনগ্রাম পয়েন্টে পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭, মহেন্দ্রপুরে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ ও দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর রয়েছে।
এতে বাঁধের বাইরে থাকা কিছু স্থান ও নিম্ন-চরাঞ্চলে পানি ঢুকেছে। ফলে জেলার বিভিন্নস্থানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে এবং পানি বৃদ্ধি ও তীব্রস্রোতে ভাঙন আতংক দেখা দিয়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে।
পানি বৃদ্ধির ফলে পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে পাংশার বাহাদুরপুর, কালুখালীর কালিকাপুর, রতনদিয়া, রাজবাড়ী সদরের খানগঞ্জ, চন্দনী, মিজানপুর, বরাট এবং গোয়ালন্দের ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
Advertisement
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার সবধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতা দেয়া হবে।
রুবেলুর রহমান/বিএ/এমএস