দেশজুড়ে

‘স্রোত বাড়লে পদ্মা সেতুর নিচ দিয়ে বন্ধ হবে লঞ্চ চলাচল’

পদ্মা নদীর বর্তমান গতি পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথ সার্ভে করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রতিনিধি দল।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে তারা।

সার্ভে শেষে বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আমরা পদ্মা নদী ও বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করলাম। সবার সঙ্গে আলাপ করে ও নদী পর্যবেক্ষণ করে লঞ্চ চলাচল এখন পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়েই করার সিদ্ধান্ত হয়েছে। তবে স্রোতের আরও অবনতি হলে লঞ্চও বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, স্রোত কমলে ফেরি চালানো হবে। তবে সাময়িকভাবে শুধু হালকা যানবাহন নিয়ে ফেরি মাঝিকান্দি দিয়ে চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। এতে ফেরি চলাচল পদ্মা সেতু বাইরে থাকবে। তবে সেক্ষেত্রে আরও পর্যালোচনার বিষয় রয়েছে।

Advertisement

এ কে এম নাসিরুল হক/এসজে/জেআইএম