জাতীয়

কমেছে করোনা শনাক্ত, বেড়েছে সুস্থতা

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে। অন্যদিকে, করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার বেড়েছে।

Advertisement

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৭২৩টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৪২৯টি নমুনা সংগ্রহ ও ৩৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় নতুন ছয় হাজার ৫৬৬ জন রোগী শনাক্ত হয়। করোনা শনাক্তে মোট নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ নমুনা পরীক্ষায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পর্যন্ত সর্বেমোট ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন রোগী শনাক্ত হয়। মোট নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত মোট রোগী সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ।

এমইউ/এএএইচ/জেআইএম

Advertisement