জাতীয়

আইডিআরএ চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তাকে দুদকে তলব

আইডিআরএ চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তাকে দুদকে তলব

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদক উপপরিচালক নুরুল হুদা সই করা চিঠিতে তাদের আগামী ২২ ও ২৩ আগস্ট দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ দফতর জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদের জন্য তলব করা চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, পরিচালক মো. শাহ্ আলম, সদস্য মো. দলিল উদ্দিন ও মইনুল ইসলাম।

একটি ইনস্যুরেন্স কোম্পানির কাছে ঘুষ দাবির অভিযোগের গত ৪ মার্চ আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেয়া হয়।

Advertisement

গত ৭ ফেব্রুয়ারি গুলশানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের কাছে ৫০ লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল বলে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনে প্রতিষ্ঠানটি। যদিও পরে ১৭ ফেব্রুয়ারি আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ অসত্য ও বানোয়াট দাবি করে দুদকের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদন জানায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সেসময় ঘুষের অভিযোগ কেন হয়েছিল, আবার তা কেন প্রত্যাহার চাওয়া হলো- প্রশ্ন রেখে ২২ ফেব্রুয়ারি দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেছিলেন, দুদক আইনে অভিযোগ প্রত্যাহারের সুযোগ আছে কি-না তা খতিয়ে দেখতে হবে। তবে অভিযোগ যদি সুস্পষ্ট থাকে তাহলে তদন্ত শুরু হবে। এক্ষেত্রে প্রত্যাহারের আবেদন তদন্ত কর্মকর্তার কাছে যাবে। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন।

এসএম/এআরএ/এএসএম

Advertisement