সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। কোচ জেমি ডে এই টুর্নামেন্টেও পাচ্ছেন না দেশের নাম্বার ওয়ান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে। জানুয়ারিতে ইনজুরিতে পড়ার পর আর ফুটবলে লাথি দেয়া হয়নি আবাহনীর অধিনায়কের। ভারত থেকে পায়ের অপারেশন করিয়ে এসেছেন এপ্রিলে। সতীর্থরা যখন খেলছেন, অনুশীলন করছেন তখন জীবন শুধুই দর্শক।
Advertisement
কবে মাঠে ফিরতে পারবেন মাঠে? জীবন চলমান মৌসুমে খেলার আশা ছেড়ে দিয়ে নিজেকে প্রস্তুত করছেন আগামী মৌসুমের জন্য।
জাগো নিউজ : এপ্রিলে পায়ের অপারেশন করিয়ে এসেছেন। এখন কী অবস্থা?জীবন : লিগামেন্ট অপারেশন হলে পুরোপুরি ঠিক হতে বেশ সময় লাগে। আমি এক সপ্তাহ হলো কেবল জিম-ওয়ার্ক শুরু করেছি।
জাগো নিউজ : সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। আরেকটি টুর্নামেন্ট মিস করছেন।জীবন : হ্যাঁ। আমার আর এ মৌসুমে খেলা হবে না। আমি নিজেকে প্রস্তুত করছি পরের মৌসুমের জন্য।
Advertisement
জাগো নিউজ : সর্বশেষ কোন ম্যাচটি খেলেছেন চলমান মৌসুমে?জীবন : প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটি। ব্রাদার্সের বিপক্ষে ওই ম্যাচের পর আর খেলা হয়নি।
জাগো নিউজ : ইনজুরিটা কিভাবে হয়েছিল?জীবন : আমাদের মাঠে অনুশীলনের সময়। একটা বল ট্যাকল করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।
জাগো নিউজ : আগামী মৌসুমে দর্শক আসল নাবিব নেওয়াজ জীবনকে দেখতে পাবে তো?জীবন : আমি সেভাবেই নিজেকে তৈরি করবো। সবার কাছে আমি দোয়া চাই।
জাগো নিউজ : ধন্যবাদ।জীবন : আপনাকেও ধন্যবাদ।
Advertisement
আরআই/আইএইচএস/এএসএম