জাগো জবস

একটি দক্ষ বাংলাদেশের খোঁজে

‘একটি দক্ষ বাংলাদেশের খোঁজে’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন হয়ে গেল ই-লার্নিং প্রতিষ্ঠান মেন্টরিয়ানের ওয়েবসাইট। বইপিডিয়ার সহযোগিতায় ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে সাইটটি উদ্বোধন করা হয়।

Advertisement

আয়োজনে যুক্ত ছিলেন স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সেক্টরের আগ্রহীরা। আয়োজনটি ৩টি পর্বে ভাগ করা হয়। মেন্টরিয়ানের চিফ অব কন্টেন্ট মার্কেটিং সাজিয়া জাহান সিনহা ও পিআর ম্যানেজার সামিনা তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গে ছিলেন মেন্টরিয়ানের টিম মেম্বর ও ইনস্ট্রাকটররা।

ইনোগোরেশন প্রোগ্রামে অনুপ্রেরণা দেওয়ার জন্য ছিলেন মেন্টরিয়ানের ফাউন্ডার রাসেল এ কাউসার। প্রধান অতিথি ছিলেন তানভীর শাহরিয়ার রিমন ও তাজদিন হাসান। বিশেষ অতিথি ছিলেন ফয়সাল মাহমুদ ও ফারহান আহমেদ জোভান। এতে ইভেন্ট পার্টনার ছিল এক্সিলেন্স বাংলাদেশ।

অভিনেতা ও মডেল ফারহান আহমেদ জোভান বলেন, ‘করোনার প্রভাবে সবাই যেহেতু বাসায় বসে আছেন। এ সময় বসে না থেকে ই-লার্নিংয়ে যুক্ত হয়ে দক্ষতা অর্জন করাই ভালো। প্রতিদিন কোনো না কোনো স্কিল ডেভেলপ করা উচিত। যে প্রফেশনেই যান না কেন, প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। এতে ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে সফলতা ধরে রাখতে পারবেন।’

Advertisement

দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান বলেন, ‘নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে নিজের একটি আলাদা সত্তা তৈরি হয়। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে আরেক জন নির্দিষ্ট কাজের সঙ্গে আপনাকেই রিলেট করতে পারে।’

বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ বলেন, ‘মার্কেটিং সেক্টরে নেগেটিভ মার্কেটিং ইদানিং বেশি প্রচলিত হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এতে যেন অনেক বেশি নেগেটিভ ইম্প্রেশন তৈরি না হয়ে যায়। তাই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সব সময় ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনকে আলাদা রাখতে হবে।’

র্যাংক্স এফসি প্রপার্টিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘সেলসের জবকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। প্রতিদিন জীবনে কিক খুঁজে নিতে হবে। সেলসম্যানের কাজটি মোটেও একঘেয়ে নয়। তাই এ সেক্টরে ছেলেমেয়েদের ক্যারিয়ারও অনেক উজ্জ্বল। শুধু চ্যালেঞ্জ গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে জানতে হবে।’

এসইউ/এএসএম

Advertisement