দেশজুড়ে

সিলেট বিভাগে করোনায় মারা গেলেন আরও ২২ জন

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এর আগে গত ১১ আগস্ট করোনায় একদিনে ২২ জনের মৃত্যু হয়েছিল।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৫৯৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

নতুন করে শনাক্ত ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৪২ জন, হবিগঞ্জ জেলায় ছয় হাজার ৭৫ জন, মৌলভীবাজারে সাত হাজার ৩৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ২৬০ জন।

Advertisement

সিলেটে বিভাগে বৃহস্পতিবার শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ। যার ২৬ দশমিক শূন্য ৭৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৪৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৭৮ শতাংশ।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন।

ছামির মাহমুদ/এসআর/এমকেএইচ

Advertisement