শিক্ষা

দাখিল পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অ্যাসাইনমেট প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে বা সরাসরি অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে।

Advertisement

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ২৪ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। পঞ্চম সপ্তাহে ২০২১ সালের দাখিলের সাধারণ, মুজাব্বিদ, মুজাব্বিদ মাহির ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস, তাজভিদ নসর ও নজম, তাজভিদ, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে জমা দিতে হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

এমএইচএম/এমএসএম/এমকেএইচ

Advertisement