জাতীয়

১৬ ডিসেম্বর বঙ্গভবনের আশপাশের সড়কে যানচলাচল নিষিদ্ধ

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, কূটনীতিক ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুর ১২ টা থেকে অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বঙ্গভবনের আশপাশের সড়কে যানচলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব এলাকার যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, জিরো পয়েন্ট থেকে গুলিস্থান আন্ডারপাস-রাজউক ক্রসিং, দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী ও ২৪ তলা হতে রাজউক অভিমুখী সড়ক পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে। এছাড়াও আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী সড়কে  যানচলাচল বন্ধ থাকবে। এসময় শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্থানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে ডিএমপি।বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। এআর/এসকেডি/পিআর

Advertisement