দেশজুড়ে

করোনা : যশোরে আরও ৫ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গে মারা যান একজন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৩ জন।

Advertisement

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৬৯টি নমুনা করে শনাক্ত হয়েছেন ৭৩ জন। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৪৭ জন, খুলনা মেডিকেল কলেজে একজন, জিন এক্সপার্টের মাধ্যমে পাঁচটি নমুনা পরীক্ষায় দুইজন, এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২৩ জন শনাক্ত হন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ৮৪ জন। তাদের মধ্যে রেডজোনে ৬৫ জন এবং ইয়েলো জোনে ১৯ জন রয়েছেন।

Advertisement

এখন পর্যন্ত যশোরে মোট মৃতের সংখ্যা ৪৩৬। মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৬৫ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩১২ জন।

মিলন রহমান/ এফআরএম/এমকেএইচ