সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বেলাল হোসেন নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকের সমর্থকদের দ্বারা ভয়ভীতি ও পুলিশি নির্যাতনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে সোমবার দুপুরে তিনি জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারের শুরু থেকেই বাধা সৃষ্টি করে আসছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থকেরা। তারা বিএনপির প্রচারণায় নিয়োজিত সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। একই সঙ্গে পুলিশি নির্যাতনসহ হামলা মামলা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বিএনপি দলীয় প্রার্থী বেলাল হোসেনের ভাতিজা শাহ আলম দুলালকে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় উল্লাপাড়া থানা পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু নির্বাচনী প্রচারণা কাজে অংশ নেওয়ার জন্য বিনা অজুহাতে তাকে আটক করা হয়েছে। এছাড়া পৌরসভার আরএস, নেওরগাছা, গুচ্ছগ্রাম, এনায়েতপুর, ঝিকড়া, ঘোষগাঁতীসহ বিভিন্ন এলাকায় বিনা অজুহাতে ধানের শীষ প্রতীকের সমর্থকদের হয়রানি করাসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে প্রার্থী বেল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, তিনি উল্লাপাড়া পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র। এবারও সুষ্ঠু ভোট হলে তিনিই নির্বাচিত হবেন। অবিলম্বে গ্রেফতারকে মুক্ত করাসহ সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক। তানা হলে স্বেচ্ছায় ও অসহায়ের মতো সরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় হাতে থাকবে না বলে তিনি জানান।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, তিনি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাদল ভৌমিক/এসএস/পিআর
Advertisement