হজের পর ওমরাহ কার্যক্রমের শুরুতে ১৮ বছরের নিচে কাউকে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে মর্মে বিধিনিষেধ জারি ছিল। পরবর্তীতে ২ ডোজ টিকা নেওয়ার শর্তে ১২-১৮ বছর বয়সীদের ওমরার অনুমতি দেয় হজ কর্তৃপক্ষ। আবার মদিনার মসজিদে নববিতেও শিশুদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এবার মদিনার মসজিদে নববিতেও শিশুদের প্রবেশের অনুমিত দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে হারামাইন শরিফাইন নিজেদের ফেসবুক ও টুইটারে শিশুদের অংশগ্রহণের একটি ভিডিও প্রকাশ করেছে।
Advertisement
ওমরাহ পালনের জন্য স্থানীয় ও বিদেশ থেকে ১২-১৮ বছর বয়সীরা মসজিদুল হারামে আসতে শুরুর দিকেই ভিসা দেওয়া হয়েছে। তারপর সৌদি আরবে ওমরাহ আদায়ের জন্য ১২ থেকে ১৮ বছর বয়সীরা মসজিদুল হারামে আসতে শুরু করেছে।
২ ডোজ টিকা নেওয়ার শর্তে মক্কার মসজিদে হারামে ওমরাহ ও মদিনার মসজিদে নববিতে জিয়ারতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ২ ডোজ টিকা নেওয়া ১২ থেকে ১৮ বছর বয়সীরাও ওমরাহ করার জন্য ইতামারনা এবং তাওয়াক্কালনা অ্যাপস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
সৌদি আরবের বাইরে অন্যান্য দেশ থেকে আগত যে কেউ ওমরাহ ও মসজিদে নববির জিয়ারত ও নামাজ আদায় করতে চাইলে তাদের জন্যও ভ্যাকসিন নেওয়া শর্ত।
Advertisement
এদিকে মহামারি করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৩ আগস্ট ওমরাহ পালনে আসা প্রথম দলকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। এর আগে গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আবেদন শুরু হয়।
উল্লেখ্য, পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে প্রতিদিন ১ লাখ ২০ হাজারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মহামারি করোনার কারণে গত ২ বছর যথাক্রমে ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। আর ২০২১ সালেও সৌদিতে অবস্থানকারী প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
এমএমএস/এমকেএইচ
Advertisement