বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা যান। একই সময়ে নতুন করে ৩২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৬১ শতাংশ।
Advertisement
বুধবার (১৮ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। তাদের মধ্যে আক্রান্ত ছিলেন দুইজন। আর উপসর্গ নিয়ে মারা যান ছয়জন। এছাড়া, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষা করে ৫০ জন শনাক্ত হন।
স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৮২৯টি নমুনা পরীক্ষা করে ৩২২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে বরিশালে ১৪৬ জন, ভোলায় ৭২ জন, ঝালকাঠিতে ২১ জন, পিরোজপুরে ২২ জন, বরগুনায় ১৮ জন এবং পটুয়াখালীতে ৪৩ জন রয়েছেন।
Advertisement
সাইফ আমীন/এফআরএম/জেআইএম