খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪২৩ জন। বুধবার (১৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাটে একজন, ঝিনাইদহে দুইজন ও চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২০৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৪২ জন।
আলমগীর হান্নান/ এফআরএম/এমকেএইচ
Advertisement