জাতীয়

চিকিৎসার জন্য মুম্বাইয়ের পথে ডেপুটি স্পিকার

চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের পথে রয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

Advertisement

বুধবার (১৮ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে যশোর নেয়া হয়। সেখান থেকে গাড়িতে বেনাপোল হয়ে সড়কপথে কলকাতা যাবেন। কলকাতা থেকে বিমানযোগে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মো. তৌফিকুল ইসলাম।

জানা গেছে, কয়েক মাস আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এরপর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে ১৩ আগস্ট ছুটির জন্য সংসদের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি লিখেন তিনি। চিঠিতে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়, আগামী ১৬ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া চিকিৎসার জন্য ভারত অথবা সিঙ্গাপুর সফর করবেন।

Advertisement

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া চেকআপের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটাত্মীয়সহ ব্যক্তিগত খরচে এই সময়ের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রাপ্তি সাপেক্ষে অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে ভারত বা সিঙ্গাপুরের যাওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকারের অনুমোদন চেয়েছিলেন। চিঠিতে উল্লেখ করা হয়, তার মেয়ে ফাহিমা রাব্বি রিটা, ফারজানা রাব্বি বুবলি, জামাতা খুরশিদ আলম সরকার তার সঙ্গে যেতে পারেন।

এইচএস/এমএসএম/জেএইচ/এমকেএইচ