দেশজুড়ে

বগুড়ায় করোনায় ৩ উপসর্গে ২ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন আক্রান্ত ও দুইজন উপসর্গে ভুগছিল।

Advertisement

বুধবার (১৮ আগস্ট) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৩ নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে সদরে ৩০, শাজাহানপুরের সাত, কাহালুতে পাঁচ, সারিয়াকান্দি দুই, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, ধুনট ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

বুধবার সকালে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বগুড়ায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০৪৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২৩২, মৃত্যু ৬৩৭ ও চিকিৎসাধীন রয়েছেন ৬৩৭ জন।

Advertisement

এএইচ/এমকেএইচ