অর্থনীতি

সূচকের পতন অব্যাহত, বেড়েছে সামান্য লেনদেন

দেশের শেয়ারবাজারে সূচকের পতন ধারা অব্যাহত রয়েছে। যার ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে উভয় বাজারে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। তবে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি টাকা। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ১৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৩০ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্টে কমে ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৯টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।এসআই/এসএইচএস/আরআইপি

Advertisement