সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে অনুষ্ঠানে কমিউনিটির সদস্য, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Advertisement
এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণকে শোক দিবসের বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাসে হাইকমিশনার অতিথি এবং কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করা হয়।
দূতাবাসে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ আগস্ট ১৯৭৫-এর কালরাত্রিতে শাহাদতবরণকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর দর্শক শ্রোতাদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
Advertisement
এমআরএম/এমকেএইচ