জাতীয়

করোনা শনাক্তের হার নামল ১৯ শতাংশে

দেশে করোনা শনাক্তের হার ১৯ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৭১৯টি ল্যাবরেটরিতে ৩৮ হাজার ৮৮১টি নমুনা সংগ্রহ ও ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। ২৪ ঘণ্টায় নতুন করে সাত হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্ত থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত সাত হাজার ৫৩৫ জন নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

Advertisement

এমইউ/ইএ/এমকেএইচ