সিলেট বিভাগে করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন এমএজি ওসমানী মেডিকেলে ও ১১ জন জেলার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা।
Advertisement
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। তাদের মধ্যে ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২ জন। এছাড়া মৌলভীবাজারের তিনজন রয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২১, সুনামগঞ্জে ৪৪, হবিগঞ্জে ৪০, মৌলভীবাজারে ২৯ জন ভর্তি রয়েছেন।
Advertisement
ছামির মাহমুদ/এএইচ/এএসএম