দেশজুড়ে

মেহেরপুর হাসপাতালে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে মেহেরপুর হাসপাতালে। এতে গুরুতর অসুস্থদের ঝুঁকি বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট সত্ত্বেও তারা সর্বোচ্চ দিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Advertisement

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, করোনার সংক্রমণ বাড়ার শুরু থেকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটিতে পাঁচটি এইচডি বেড, সাতটি আইসিইউ বেডসহ সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ১৬টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে। বর্তমানে ৮০ জনের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটিতে।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে সংকট দেখা দিয়েছে জনবলের। ৪২ জন চিকিৎসকের পদে আছেন মাত্র ২৪ জন। ১৮৪ জন নার্সের বিপরীতে আছেন ১৫০ জন। ৬৯ জন তৃতীয় ও ৩২ জন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন। হাসপাতালে গড়ে প্রতিদিন চার-পাঁচজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

মেহেরপুর হাসপাতালের আইসিইউ ইনচার্জ পান্না সরকার জানান, তারা রাতদিন ২৪ ঘণ্টা সর্বোচ্চ দিয়ে রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। জনবল বাড়ানো হলে কষ্ট কিছুটা হলেও লাঘব হতো। পাশাপাশি রোগীরা ভালোমানের সেবা পেতেন।

Advertisement

করোনা ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. শোভন মল্লিক ও আফরিন সুলতানা বলেন, সেবার মান আরও বৃদ্ধির জন্য জনবল বাড়ানো দরকার। জনবল বৃদ্ধি হলে রোগীপ্রতি সেবার মান আরও বাড়বে। সেবার মান আরও উন্নত হতো।

জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

Advertisement