করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক উপপরিচালক ডা. সালেহ আহমেদের মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (১৫ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. সালেহ আহমেদ রংপুর মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
Advertisement
মঙ্গলবার (১৭ আগস্ট) এক শোকবার্তায় বিএমএ নেতৃবৃন্দ সালেহ আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমইউ/বিএ/এএসএম