দেশজুড়ে

যশোরে করোনায় ৫ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০ জন।

Advertisement

মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ১০৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৮৮ নমুনা পরীক্ষায় ৩৭ জন শনাক্ত হন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৪ জন। এরমধ্যে রেড জোনে ৭১ এবং ইয়েলো জোনে ২৩ রোগী আছেন।

Advertisement

এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮। মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫০৫ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ২১২ জন।

মিলন রহমান/এএইচ/জিকেএস