জাতীয়

পরীমনির মুক্তি চেয়ে প্রেস ক্লাবে বরিশাল উন্নয়ন ফোরামের সমাবেশ

হিংসা ও লালসার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি- এমন দাবি করে তার ন্যায়বিচার চেয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম।

Advertisement

সোমবার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন রাজু, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানসহ সংগঠনের অন্যরা। এছাড়া এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম।

এ সময় বক্তারা বলেন, ‘পরীমনির কোনো দোষ নেই। কিন্তু এ সমাজ পুরুষতান্ত্রিক ও পুঁজিবাদীদের। তারা সুযোগ পেলেই নারীদের ব্যবহার করে, আর যখন বিপদে পড়ে তখন নারীদের ঠেলে দেয়।’

Advertisement

তারা আরও বলেন, ‘দেশে এর চেয়েও বড় দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত। সেগুলোর বিচার হচ্ছে না। নারীদের দুর্বল পেয়ে তাদের ক্ষতি করা হচ্ছে। এতে নারীদের অগ্রগতি থমকে যাচ্ছে।’

পরীমনির দ্রুত জামিনের পাশাপাশি ন্যায়বিচার চেয়ে তারা বলেন, ‘অবিলম্বে পরীমনির মুক্তি দেওয়াসহ সকল নারীদের অবমাননার বিচার আমরা চাই। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এই সকল নারীদের গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নিয়ে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ যে ক্লাবে এসব অপরাধ সংঘটিত হয় সেই ক্লাবের বিরুদ্ধে এবং ক্লাব পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’

এনএইচ/এমএইচআর/জিকেএস

Advertisement