দেশজুড়ে

গাজীপুরে করোনার নমুনা পরীক্ষায় ৮০০ টাকা করে নেয়ার অভিযোগ

গাজীপুরে করোনার নমুনা পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে নমুনা সংগ্রহকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুরের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মহানগরীর চান্দনা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।

Advertisement

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট চান্দনা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তার লুবনা স্কুলমাঠ সংলগ্ন কেন্দ্রে তার করোনার নমুনা দেয়। একদিনের মধ্য নমুনার রিপোর্ট এনে দেয়ার কথা বলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নমুনা সংগ্রহকারী তার কাছ থেকে অতিরিক্ত ৮০০ টাকা নেন। পরে তার কাছ থেকে রিপোর্ট আনতে গেলে তিনি টালবাহানা করতে থাকেন। অথচ নমুনা পরীক্ষা করতে সরকার নির্ধারিত ১০০ টাকা নেয়ার কথা। ওইদিন তার সামনে আরও দুইজনের কাছ থেকে অতিরিক্ত ৮০০ টাকা নেয়া হয়।

চান্দনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, তার কাছে এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ এসেছে। অভিযুক্তদের মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, অভিযোগটি এখনো হাতে আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম