দেশজুড়ে

জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে : রিজভী

সরকার এক দলীয় শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

সোমবার (১৬ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির করোনা হেল্প সেল ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার এ সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। আর সে জন্যই সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন ও বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে গলাবাজিতে ব্যস্ত রয়েছে। অন্যদিকে বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

Advertisement

এসময় জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম