ফিচার

তপন পালের মাটির তৈরি শিল্পকর্ম

মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে সাড়া ফেলেছেন মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামের যুবক তপন কুমার পাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকের প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন গ্রামবাংলার নানা রূপ। তার বাড়িতে এসব শিল্পকর্ম দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে।

Advertisement

জানা যায়, জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুর পালপাড়া গ্রামের হরিপদ চন্দ্র পালের ছেলে তপন কুমার পাল। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তপনের জন্ম মৃৎশিল্প পরিবারে। তাই ছোটবেলা থেকেই মাটির সঙ্গে তার ওঠাবসা। পরিবারে হাঁড়ি-পাতিল তৈরি হলেও তপনের ঝোঁক মানুষের প্রতিকৃতি ও গ্রামবাংলার নানা রূপ তৈরিতে। মনের মাধুরী মিশিয়ে তিনি গড়ছেন চমৎকার সব শিল্প।

তপন কুমার পাল জাগো নিউজকে বলেন, ‘ছোটবেলা থেকে অনুশীলন করে শিল্পকর্ম তৈরি করতে শিখেছি। প্রথমে কাগজে আর্ট করে তারপর মাটি দিয়ে তৈরি করতাম। এখন যে কোনো ছবি দেখেই মাটি দিয়ে তৈরি করতে পারি। দরিদ্র পরিবারে জন্ম বলে এ কাজ নিয়ে আগাতে পারছি না। পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকর্মকে বড় পরিসরে নিয়ে যেতে চাই।’

তপন পালের বোন চম্পা পাল জানান, ‘আমরা বংশপরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত। বাবা ও বড় ভাই এ কাজ করে সংসার চালান। ছোট ভাই তপনের ঝোঁক শিল্পকর্মের প্রতি। ছোটবেলা থেকেই তপন খুব মেধাবী। সামনে যে কোনো ছবি এনে দিলেই মাটি দিয়ে তৈরি করে দিতে পারে। যদি কোনো সুযোগ-সুবিধা পেত, তাহলে আরও উন্নত করতে পারতো তপন।’

Advertisement

স্থানীয় নিফাজ উদ্দিন বলেন, ‘তপন পালের শিল্পকর্ম দেখতে গ্রামের অনেকেই তাদের বাড়িতে আসেন। তপন খুবই মেধাবী। একজন দক্ষ শিল্পীর মতোই বঙ্গবন্ধু, বিশ্বকবি, জাতীয় কবির প্রতিকৃতি তৈরি করেছেন। তার প্রতিটি শিল্পকর্ম দেখতে খুবই চমৎকার।’

সাংবাদিক আবেদ হাসান বলেন, ‘মৃৎশিল্প আবহমান বাংলার গৌরবময় ঐতিহ্য। আধুনিক তৈজসপত্রের দাপটে মৃৎশিল্প বিলুপ্তপ্রায়। অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। ঠিক তখন তপন কুমার পাল বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে মৃৎশিল্পকে আকড়ে ধরেছেন। এটি সত্যিই আশাব্যঞ্জক। তাকে পৃষ্ঠপোষকতা দিলে আরও ভালো করতে পারবেন।’

বি.এম খোরশেদ/এসইউ/জেআইএম

Advertisement