জাতীয়

চিড়িয়াখানা খুলছে : টগর বেলী প্রসব করেছে দুই ব্যাঘ্র শাবক

দীর্ঘদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা। আগামী বুধবার (১৮ আগস্ট) চিড়িয়াখানা খুলে দেয়ার কথা রয়েছে।

Advertisement

সোমবার (১৬ আগস্ট) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম আনুষ্ঠাানিকভাবে চিড়িয়াখানা খুলে দেয়ার ঘোষণা দেবেন। একইসঙ্গে তার উপস্থিতিতে জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয়া দুটি ব্যঘ্র্য শাবকের নামকরণ করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় চিড়িয়াখানার সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে গত ১ জুলাই থেকে লকডাউন শুরু হলে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা বন্ধ করে দেয়া হয়। লকডাউন শেষ হয় ১০ আগস্ট। সংক্রমণ কিছুটা কমে এলে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।

এমইউ/এমএসএম/এমআরএম/এমকেএইচ

Advertisement