মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
১৬ আগস্ট ২০২১, সোমবার। ১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৮৪৩- ব্রাহ্মধর্মের প্রচার ও তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষায় অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।১৯৭৫- সৌদি আরব ও সুদান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।১৯০৪- নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণকাজ শুরু হয়।
জন্ম১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।১৯৫০- নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় অভিনেতা।১৯৫৪- জেমস ক্যামেরন, একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক।১৯৫৮- ম্যাডোনা, আমেরিকান গায়ক-গীতিকার, প্রযোজক, অভিনেত্রী ও পরিচালক।১৯৬২- আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী। তার জন্ম ১৬ আগস্ট ১৯৬২ চট্টগ্রামে, মৃত্যু ১৮ অক্টোবর ২০১৮। একজন বাংলাদেশি সংগীতজ্ঞ, গায়ক-গীতিকার ও গিটারবাদক। তিনি রক ব্যান্ড এলআরবির গায়ক ও গিটারবাদক হিসেবে বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ও গিটারবাদক বলা হয়। ১৯৬৬- তারানা হালিম, অভিনেত্রী, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী ও রাজনীতিবিদ।১৯৭০- সাইফ আলি খান, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।১৯৭০- মনীষা কৈরালা, ভারতীয় অভিনেত্রী।
Advertisement
মৃত্যু১৮৮৬- শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। ১৯৭৭- এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক্ সংগীতশিল্পী। তার জন্ম ৮ জানুয়ারি ১৯৩৫, মৃত্যু ১৬ আগস্ট ১৯৭৭। মার্কিন রক সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়ক ও সবচেয়ে বিক্রিত অ্যালবামের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। তাকে ‘কিং অব রক অ্যান্ড রোল’ হিসেবে অভিহিত করা হয়। ১৯৯৭- নুসরাত ফাতেহ আলী খান, পাকিস্তানের কাওয়ালি সংগীতশিল্পী। ২০০২- আবু নিদাল, ফিলিস্তিনি ফাতাহ: বিপ্লব পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০০৩- ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।
এসইউ/এএ/জেআইএম