নোয়াখালীতে ৫০ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার সর্বনিম্ন হয়েছে। এদিন ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ।
Advertisement
এর ৫০ দিন আগে ২৬ জুন শনাক্তের হার ছিল তিন দশমিক ৬৬ শতাংশ। ওই দিন ৮২ জনের নমুনা পরীক্ষা করে মাত্র তিনজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এর মাঝের দিনগুলোতে ২৬ থেকে ৩৩ শতাংশে উঠা-নামা করে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পজিটিভ হয়ে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদের মধ্যে কবিরহাট পৌরসভার ঘোষবাগ এলাকার নিজ বাড়িতে একজন ও নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে অন্য একজন মারা গেছেন।
Advertisement
রোববার (১৫ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৬৮ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ হাজার ৫২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। মোট মৃত্যু ২১৪ জন। মৃত্যুর হার এক দশমিক ১৩ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার জেলার শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরের ১৩ জন, সুবর্ণচরের ছয়জন, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ির ১৩ জন, চাটখিলের ১৭ জন, সেনবাগের ১৪ জন, কোম্পানীগঞ্জের ১০ জন ও কবিরহাটের ১২ জন।
এছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন চার হাজার ১৩৪ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৭০ জন।
Advertisement
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/