রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচার যেন রাজনৈতিক না হয়

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের শাস্তি দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সত্যিই যুদ্ধাপরাধী তাদেরই যেন বিচার করা হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নি পাকিস্তানের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, এটি মিথ্যা কথা।বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।তিনি বলেন, কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।এমএম/এআরএস/এমএস

Advertisement